নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের হাপুর জেলায় একটি কুয়োয় পড়ে গেল ছয় বছরের এক শিশু। এদিকে শিশুটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের দল। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, কুয়োটির গভীরতা চার ফুটের কাছাকাছি। এক বাসিন্দা জানান, ওই এলাকায় জল সরবরাহের জন্য কুয়োটি সরকার তৈরি করেছিল। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে কুঁয়োটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলেও প্রশাসনের তরফে কেউ কুয়োর মুখ ঢাকতে আসেননি।