আসামে এল জিও ৫জি পরিষেবা

author-image
Harmeet
New Update
আসামে এল জিও ৫জি পরিষেবা

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে আসামে জিও ট্রু ৫জি পরিষেবা চালু করেন। কামাখ্যা মায়ের মন্দিরেও ৫জি পরিষেবা চালু করেন তিনি।



জিও True 5G এর একাধিক সুবিধার মধ্যে, স্বাস্থ্যসেবাকে একটি অংশ হিসাবে বেছে নেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী বলেন, "আমি বিশ্বাস করি,ফাইভ-জি-র মাধ্যমে আসামের বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্যসেবা অবকাঠামোকে উন্নতি করার ক্ষমতা রয়েছে।"