নিজস্ব সংবাদদাতাঃ করোনার ফলে মূলত ধস নেমেছে দেশের শিক্ষা ব্যবস্থায়। যার ফলে শিক্ষা থেকে দূরত্ব বাড়ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মের। এইবার এই বিষয়ে চিন্তা প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার তিনি জানান, বর্তমানে দেশের প্রায় ১৫ কোটির ওপরে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থী শিক্ষাব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। যা দেশের ভবিষ্যতের জন্য খুবই ভয়ানক। উল্লেখ্য, সম্প্রতি প্রাপ্ত একটি রিপোর্ট অনুসারে, ভারতে মাধ্যমিক পর্যায়ে প্রায় ১৭ শতাংশ শিক্ষার্থী স্কুল ত্যাগ করেছে।