লুলা ও বাইডেন ব্রাজিলের সরকারি ভবনে হামলা নিয়ে আলোচনা করেছেন

author-image
Harmeet
New Update
লুলা ও বাইডেন ব্রাজিলের সরকারি ভবনে হামলা নিয়ে আলোচনা করেছেন

নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোমবার ব্রাসিলিয়ায় সরকারি ভবনে আগ্রাসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে লুলার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। সূত্রে খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ফেব্রুয়ারির শুরুতে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ব্রাজিলের উগ্র ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা রবিবার দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টকে আক্রমণ ও বিকৃত করেছে, যা ২০২১ সালের জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভক্তদের দ্বারা মার্কিন ক্যাপিটল আক্রমণের প্রতিধ্বনি।