আমুলের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন আরএস সোধি

author-image
Harmeet
New Update
আমুলের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন আরএস সোধি

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের সবচেয়ে বড় ডায়েরি ব্র্যান্ড আমুলের মালিক গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের (জিসিএমএমএফ) ব্যবস্থাপনা পরিচালক আর এস সোধি তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। চিফ অপারেটিং অফিসার জয়েন মেহতাকে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে তাৎক্ষণিক দায়িত্ব দেওয়া হয়েছে। আর এস সোধি বলেন, "১৯৮২ সালের মার্চে আমি যখন আমুলে যোগ দিই, তখন আমাদের টার্নওভার ছিল ১২১ কোটি টাকা এবং প্রায় ১২ লক্ষ লিটার দুধ উৎপাদন করা হয়েছিল। সংস্থার প্রতিষ্ঠাতাদের মূল্যের উপর ভিত্তি করে আমুল ভারতের বৃহত্তম খাদ্য সংস্থা। এ বছর টার্নওভার হবে ৭১-৭২ হাজার কোটি টাকা। ২০১০ সালে আমাকে এমডি পদ দেওয়া হয়। তখন আমাদের টার্নওভার ছিল প্রায় ৮,০০০ কোটি টাকা। আমি বিশ্বাস করি, আগামী দিনে এটিই হবে বিশ্বের এক নম্বর ডেয়ারি কোম্পানি।"