নিজস্ব সংবাদদাতাঃ জনসমাগম স্থান থেকে ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের নতুন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যাভির। ফিলিস্তিনের পতাকা জনসমাগম স্থানে থাকা ইরসায়েলি আইনের লঙ্ঘন নয়। তবে জনশৃঙ্খলার জন্য হুমকি রয়েছে, এমন মনে হলে তা সরিয়ে ফেলার অধিকার রয়েছে সেনাদের। ১৯৮৩ সালে একজন ইসরায়েলি সেনাকে অপহরণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত দীর্ঘদিনের ফিলিস্তিনি বন্দী গত সপ্তাহে মুক্তি পান। তিনি উত্তর ইসরায়েলে তার গ্রামে স্বাগত জানানোর সময় ফিলিস্তিনি পতাকা উড়ান। এ প্রসঙ্গে বেন গ্যাভির এক বিবৃতিতে বলেন, 'ফিলিস্তিনের পতাকা উড়ানো সন্ত্রাসী কার্যক্রমে সমর্থনের বলে গণ্য হবে। সন্ত্রাসবাদকে সমর্থনকারী পতাকাগুলো সরানো এবং ইসরায়েলের বিরুদ্ধে উসকানি বন্ধের নির্দেশ দিয়েছি।'