লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত হতে পারে বাউরি সমাজ!

author-image
Harmeet
New Update
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত হতে পারে বাউরি সমাজ!

রাহুল পাসোয়ান, আসানসোলঃ উপযুক্ত কাস্ট সার্টিফিকেট ছাড়া মুখ্যমন্ত্রীর লক্ষীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্ত টাকা থেকে বঞ্চিত হবেন বাউরী সমাজের মহিলারা। আর তাই এবার পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে এক র‍্যালির মাধ্যমে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি স্মারকলিপি জমা দিলেন পশ্চিম বর্ধমান জেলা বাউরী সমাজ কল্যাণ সমিতির সদস্যরা। বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবন থেকে কয়েক হাজার মহিলাকে নিয়ে এক মিছিলের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয় বাউরী সমাজ কল্যাণ সমিতির সদস্যরা। তাদের দাবি, এ পর্যন্ত বাউরী সমাজ এর প্রচুর মহিলারা কাস্ট সার্টিফিকেট পাননি। তাই এমতো অবস্থায় যদি পরিবারের একজনের কাছ সার্টিফিকেটের ভিত্তিতে তাদের এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা না দেোয়া হয় তাহলে তা থেকে বঞ্চিত হবেন হাজার হাজার মহিলা।