নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার গুরুগ্রামে ভয়াবহ আগুন। গুরুগ্রামের ৪৯ নম্বর সেক্টরের কাছে ঘাসৌলা গ্রামে এই আগুন লেগেছে। জানা গিয়েছে, এই বসতিতে বেশিরভাগ বাঙালি শ্রমিকদেরই বসবাস। এই অগ্নিকান্ডে প্রায় ৪০০টির বেশি কাঁচা বাড়ি পুড়ে গিয়েছে। নিকটবর্তী ৪ টি দমকল কেন্দ্র থেকে দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছিল। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে বহু দূর-দূরান্ত থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছে। হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। প্রায় দুই বছর আগে একই বস্তিতে আগুন লেগে বহু মানুষের ক্ষতি হয়েছিল।