নিজস্ব সংবাদদাতাঃ জম্মু কাশ্মীর থেকে উঠে এসেছিলেন ভারতীয় ক্রিকেট সার্কিটে। ক্রমে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। নিজের আগুনে ডেলিভারির মাধ্যমে ইতিমধ্যে নিয়েছেন একাধিক উইকেট। তবুও তাকে কেন্দ্র করে রয়েছে দুশ্চিন্তা।
পরিসংখ্যান অনুযায়ী কুড়ি বিশের ক্রিকেটে উমরানের নামের পাশেই রয়েছে সবথেকে বেশি ইকোনোমি রেট। অর্থাৎ, খুব বেশি রান দিয়ে ফেলেছেন তিনি। ভালো খবরটি হল টি-২০ ক্রিকেট ফরম্যাটে সবথেকে ভালো স্ট্রাইক রেটের দিক থেকে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।