মৌমাছির মড়কে উদ্বিগ্ন পতঙ্গবিদরা

author-image
Harmeet
New Update
মৌমাছির মড়কে উদ্বিগ্ন পতঙ্গবিদরা


নিজস্ব সংবাদদাতা: মড়ক লেগেছে মৌমাছির। প্রায় প্রতিদিনই মৃত্যু হচ্ছে হাজার হাজার পতঙ্গের। এই অবস্থা চলতে থাকলে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই প্রাণী। তাই মৌমাছি বাঁচাতে কোমর বেঁধে নেমে পড়েছেন বৈজ্ঞানিকরা। মড়ক ঠেকাতে টিকাকরণ কর্মসূচিও শুরু করে দিচ্ছেন তাঁরা। বিশ্বের মধ্যে প্রথমবার এই ঘটনা ঘটতে চলেছে আমেরিকায়। সম্প্রতি মৌমাছিকে ভ্যাকসিন দেওয়ার নীতিতে সিলমোহর দিয়েছে মার্কিন প্রশাসন। এর পরই শুরু হয়েছে তোড়জোড়। ব্রিটিশ সংবাদসংস্থার দাবি, চলতি সপ্তাহেই মার্কিন কৃষি দফতরের তরফে এই ভ্যাকসিনেশনের জন্য লাইসেন্স দেওয়া হবে। এর পরই মৌমাছি পালনের কলোনিগুলিতে গণহারে এই ভ্যাকসিনেশন চালু করবে আমেরিকার সরকার।