সুদীপ ব্যানার্জী, কোচবিহার : কোচবিহার জেলার শীতলকুচি থানা থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শীতলকুচি থানা এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম নৃপেন বর্মন (৫০)। শীতলকুচি ব্লকের এলাকার সাঙ্গারবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। এদিকে নৃপেনের মৃত্যুতে শোকের ছায়া পুলিশ মহলে। মৃতের ভাই জানিয়েছেন ‘পরিবারিক কোনও অশান্তি ছিল না। দাদার মৃত্যুর ঘটনার তদন্ত করা হোক।‘ শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, 'পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। দেহটি উদ্ধার করে মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।'