নিজস্ব সংবাদদাতা: বোলসোনারোপন্থীরা ব্রাজিলের রাষ্ট্রপতি প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর পর এবার বোলসোনারোপন্থীদের প্রতি কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেস সেনাবাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ জুড়ে সমস্ত বলসোনারো সমর্থকদের শিবির ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন।
ব্রাজিলের প্রাক্তন নেতা জাইর বোলসোনারোর সমর্থকরা ব্রাসিলিয়ার গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলিতে হামলা চালানোর পরে এখনও পর্যন্ত কমপক্ষে ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, অক্টোবরে রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয়ের পর থেকে বোলসোনারোর সমর্থকরা ব্রাসিলিয়াতে বহু শিবির গড়ে তুলেছিল।