ম্যান সিটির কাছে হেরে বিদায় চেলসির

author-image
Harmeet
New Update
ম্যান সিটির কাছে হেরে বিদায় চেলসির

নিজস্ব সংবাদদাতাঃ এফএ কাপে চেলসিকে ৪-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। নাটকীয় ম্যাচে বেশ কিছু রুদ্ধশ্বাস মুহূর্ত। তেমনই বিতর্কও। রিয়াদ মাহরেজের অনবদ্য ফ্রি-কিক, তাঁর জোড়া গোল। সঙ্গে বিশ্বকাপ জয়ী জুলিয়ান আলভারেজ এবং ইংল্য়ান্ডের তরুণ স্ট্রাইকার ফিল ফডেনের গোল। চেলসি শিবিরে অস্বস্তি হয়ে রইল কাই হাভার্ৎজের ‘হ্যান্ড অব পেনাল্টি’। যা দেখে সমর্থকরা দিয়েগো মারাদোনার হ্যান্ড অব গডের সঙ্গেও তুলনা করতে থাকেন। মারাদোনা অবশ্য ম্যাচ জিতিয়েছিলেন। কাই হাভার্ৎজ ম্যান সিটির জয়ের ব্যবধান বাড়াতে অবদান রাখলেন।