নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের উগ্র ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা দেশটির সুপ্রিম কোর্ট, কংগ্রেস ভবনে হামলা চালায় এবং ব্রাসিলিয়ার প্রেসিডেন্ট প্রাসাদটি ঘিরে ফেলে। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। তিনি বলেন, 'ব্রাজিলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার ঘটনায় আমার চরম নিন্দা জানাই। প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রতি পূর্ণ সমর্থন, যিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে লক্ষ লক্ষ ব্রাজিলিয়ানের দ্বারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন।'