রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১০০ জন যুদ্ধবন্দীর বিনিময়

author-image
Harmeet
New Update
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১০০ জন যুদ্ধবন্দীর বিনিময়

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া এবং ইউক্রেন রবিবার একটি বন্দী বিনিময় পরিচালনা করে, মোট ১০০ জন সৈন্য তাদের নিজ নিজ দেশে ফিরে আসে। আলোচনা প্রক্রিয়ার ফলে ইউক্রেনের হাতে আটক ৫০ জন রুশ সেনাকে রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমাক এই বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ' রাশিয়ার হাতে আটক ৫০ জন ইউক্রেনীয় সেনা দেশে ফিরে এসেছে।' তিনি আরও বলেন,  "এটাই শেষ বিনিময় নয়। আমাদের কাজ হচ্ছে আমাদের সকল মানুষকে ফিরিয়ে আনা এবং আমরা তা পূরণ করব।"