ব্রাসিলিয়ায় বলসোনারো সমর্থকদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

author-image
Harmeet
New Update
ব্রাসিলিয়ায় বলসোনারো সমর্থকদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের উগ্র ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা রবিবার ব্রাসিলিয়ায় দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ এবং সুপ্রিম কোর্টে হামলা চালায়। এই ঘটনায় ব্রাসিলিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জে ডি'অ্যাফেয়ার্স ডগলাস কোনেফ টুইটারে লিখেছেন, "গণতন্ত্রে সহিংসতার কোন স্থান নেই। আমরা ব্রাসিলিয়ায় নির্বাহী, আইনপ্রণয়ন ও বিচার বিভাগের ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার তীব্র নিন্দা জানাই, যা গণতন্ত্রের ওপরও একটি আঘাত। এসব কাজের কোনো যৌক্তিকতা নেই।"