পোস্ট কোভিডে চুল পাতলা হয়ে যাচ্ছে, উপকার মিলবে এই তেলে

author-image
Harmeet
New Update
পোস্ট কোভিডে চুল পাতলা হয়ে যাচ্ছে, উপকার মিলবে এই তেলে

​নিজস্ব সংবাদদাতাঃ করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পরই অধিকাংশই চুল পড়ে যাওয়ার মতো মারাত্মক সমস্যা নিয়ে অভিযোগ করেছেন। পোস্ট-কোভিডের পর প্রচুর পরিমাণে চুল ঝরে যাওয়া এটি অন্যতম পার্শ্ব-প্রতিক্রিয়া। বিশেষজ্ঞদের মতে, এই অভিযোগ কোনও মিথ্যা নয়। তবে উদ্বেগের মতো পরিস্থিতি কিছু হয়নি। এই সমস্যা ৩-৪ মাস পর বন্ধ হয়ে যাবে। তবে করোনার প্রভাবেই এই মারাত্মক সমস্যা তৈরি হয়েছে বলে বহু চিকিত্সকরা মতপ্রকাশ করেছেন। তবে এই ব্যাপারে কিছু প্রতিকারও রয়েছে। নতুন করে মাথায় চুল গজানোর জন্য মেথির তেল ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।  চুল বৃদ্ধিতে ও নতুন করে চুল গজানোর জন্য মেথির তেল ব্যবহার করা ভাল। কী ভাবে বানাবেন, তার জন্য রয়েছে খুব সহজ একটি পদ্ধতি- একটি পাত্রের মধ্যে ৪ টেবিলস্পুন মেথি ও এক বাটি নারকেল তেল, কারি পাতা নিন। এবার একটি প্যানের মধ্যে নারকেল তেল গরম করুন ১০ মিনিট। মাঝারি আঁচে। তাতে মেথি ও কারি পাতা দিয়ে আরও অল্প ফুটতে দিন। ফুটে উঠলে আভেন থেকে নামিয়ে ঠান্ডা করতে দিন। এবার একটি গ্লাস বোতলের মধ্যে ওই তেলটি ঝেঁকে বা এমনিই রেখে দিতে পারেন। দুবার করে এই ভেষজ তেল ব্যবহার করলে মাথায় ম্যাজিকের মতোন উপকার পাবেন।