নিজস্ব সংবাদদাতাঃ পূর্বাঞ্চলীয় ক্রামাটর্স্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৬০০ ইউক্রেনীয় সেনা হত্যার রুশ দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ। তারা রাশিয়ার এই দাবিকে ‘প্রোপাগান্ডা ’ হিসেবে উল্লেখ করেছে। কোনও প্রমাণ হাজির না করে রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, শহরটির দুটি ভবনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় ছয় শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে ইউক্রেন বলছে রাশিয়ার দাবি সঠিক নয়। ইউক্রেনীয় সেনাবাহিনীর এক মুখপাত্র সেরহি চেরেভাটি বলেছেন, রুশ প্রোপাগান্ডার এটি আরেকটি মিথ্যাচার।