নিজস্ব সংবাদদাতাঃ রাসায়নিক হামলার পরিকল্পনার সন্দেহে এক ইরানি ব্যক্তিকে গ্রেফতার করেছে জার্মানি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ বছরের ওই ইরানি ব্যক্তি সায়ানাইড ও রিসিন ব্যবহার করে ‘গুরুতর হামলার’ পরিকল্পনা করছিলেন। পুলিশের অভিযোগ, তিনি ‘ইসলামপন্থায় উজ্জীবিত’ হয়ে হামলার পরিকল্পনা করছিলেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত নেমেছে প্রশাসন। সূত্রে খবর, দেশকে বিপন্ন করার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ছয় থেকে দশ বছরের জেল হতে পারে অভিযুক্ত ব্যক্তির।