জেনে নিন কপিলেশ্বরী কালীর ইতিহাস

author-image
Harmeet
New Update
জেনে নিন কপিলেশ্বরী কালীর ইতিহাস

নিজস্ব সংবাদদাতা : হিন্দু শাস্ত্র বলে যে কপিল মুনি জ্যেষ্ঠ ভ্রাতা বাসুদেবের চক্রান্তের শিকার হন। বিতাড়িত হয়ে উপকূলবর্তী সুন্দরবনের মধ্যে এক আশ্রম প্রতিষ্ঠা করেন। যে আশ্রমকে ঘিরে প্রতিবছর আয়োজিত হয়ে আসছে গঙ্গাসাগর মেলা। 



কপতাক্ষ নদের তীরে অবস্থিত কপিল মুনির আশ্রমটি। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুন্যস্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দেন পুন্যার্থীরা। সন্ন্যাসী হওয়ার পর কপিল মুনি এক কালী মূর্তির প্রতিষ্ঠা করেছিলেন। সেই কালী মূর্তিকেই বলা হয় কপিলেশ্বরী কালী।