নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে এমভি গঙ্গা বিলাস নামে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ চালু করবেন। যার ফলে ভারতের জন্য নদী ক্রুজ পর্যটনের এক নতুন যুগের সূচনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল। বিলাসবহুল ক্রুজটি ভারত ও বাংলাদেশের পাঁচটি রাজ্যের ২৭টি নদী ব্যবস্থায় ৩,২০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করবে। এই পরিষেবাটি চালু করার সাথে সাথে নদী ক্রুজগুলির বিশাল অব্যবহৃত সম্ভাবনাগুলি আনলক হতে চলেছে বলে জানিয়েছেন সোনেওয়াল।