নিজস্ব সংবাদদাতাঃ কোভিড বিধি ভেঙেছেন। মাস্ক পরেননি সঠিক ভাবে। আর সেই অভিযোগেই দুই মহিলার বিরুদ্ধে চালান কাটতে গিয়েছিলেন একটি দলের সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে যে দিল্লির রাজপথে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারেতা বোধহয় স্বপ্নেও কল্পনা করেননি কেউ। চালান কাটতে যাওয়া দলের সদস্যদের ধরে মারধরের পাশাপাশি অশ্লীল ভাষায় ক্ষোভ উগরে দিতেও দেখা গিয়েছে ওই দুই মহিলাকে। শেষ পর্যন্ত অবশ্য তাঁদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিভিন্ন মাধ্যমে জুড়ে চলছে সমালোচনার ঝড়।