Auto Expo 2023: ২টি নতুন SUV লঞ্চ করবে মারুতি সুজুকি

author-image
Harmeet
New Update
Auto Expo 2023: ২টি নতুন SUV লঞ্চ করবে মারুতি সুজুকি

নিজস্ব সংবাদদাতাঃ দেশের বৃহত্তম গাড়ি নির্মান সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড দীর্ঘদিন ধরে ভারতে সেলসের দিক থেকে শীর্ষ রয়েছে। এই সংস্থাটি কয়েক দশক ধরেই ভারতীয় অটো শিল্পের একাধিক বিভাগে নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিনের উত্থান পতনের পরও বাজারের অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে Auto Expo 2023 শো তে নতুন ২টি SUV লঞ্চ করতে চলছে মারুতি সুজুকি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন মারুতি সুজুকির ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব। 


এপ্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর, শশাঙ্ক শ্রীবাস্তব বলেছেন, “বাজারের অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে Auto Expo 2023 শো তে নতুন ২টি SUV লঞ্চ করতে চলছে মারুতি সুজুকি। সম্প্রতি আমরা গ্র্যান্ড ভিটারা লঞ্চ করেছি। আমরা নতুন ব্রেজাও লঞ্চ করেছি। এবার অটো এক্সপোতে, বাজারের অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে আরও দুটি SUV লঞ্চ করব। এটির সাহায্যে আমরা মার্কেটে ভালো শেয়ার পাব। আর আমরা আমাদের লক্ষ্যের দিকে আরও এগিয়ে যাব। এছাড়াও কোম্পানির বাজারের শেয়ার প্রায় ৫০ শতাংশে বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”