হরি ঘোষ, দুর্গাপুরঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুর্গাপুর রেলস্টেশন চত্ত্বরে নাশকতা রুখতে জিআরপি এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে পরিস্থিতি খতিয়ে দেখা হল বুধবার। এদিন আরপিএফ এবং জিআরপিএফের আধিকারিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন উপস্থিত ছিলেন আসানসোল জিআরপি ডিএসপি উজ্জ্বল দাস সহ অন্যান্য আধিকারিকরা। রেল স্টেশন চত্ত্বরে একাধিক গাড়ি খুলেও চলে নাকা চেকিং। জিআরপি এবং আরপিএফ সূত্রে খবর, লাগাতার এই অভিযান চলবে বলে। বুধবার রেলস্টেশন ও দুর্গাপুর রেলস্টেশন চত্ত্বরে যাত্রীদের ব্যাগ খুলে দেখা হয়। স্বাধীনতা দিবসের আগে এভাবেই তল্লাশি চলবে বলে পুলিশ সূত্রে খবর।