নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ শনিবার কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহাকে ঘিরে বিক্ষোভ দেখায় কেশপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা। ছাত্র সংসদের অভিযোগ, গত ৬ মাস আগে কেশপুর কলেজের ছাত্রদের সঙ্গে বহিরাগত কিছু যুবকের গন্ডগোলের পর পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো অর্ডিনেটর অজিত মাইতি নির্দেশ দেন কলেজে কোনও ছাত্র ইউনিয়ন থাকবে না। কিন্তু দীর্ঘ ৬ মাস পর শনিবার বিকেলে হঠাৎ কেশপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি শিউলি সাহা বহিরাগত বেশকিছু ছেলেদের নিয়ে কলেজে ঢুকলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা। কেশপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি জাহাঙ্গীর খান জানান, মন্ত্রী শিউলি সাহা বহিরাগত ছেলেদের নিয়ে কলেজে ঢোকার প্রতিবাদে কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। যদিও এনিয়ে মন্ত্রী শিউলি সাহা বলেন, "বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা বিরোধী দলের সঙ্গে গোপনে যোগাযোগ করে তৃণমূলকে অপদস্ত করার জন্য বহিরাগত ছেলেদের নিয়ে পূর্ব পরিকল্পনা মতো এই ঘটনা ঘটিয়েছে। আমি শুনেছি তাদের সঙ্গে তৃণমূলের কোনও সহ সভাপতি ছিল। বিষয়টি আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি।"