বাগডোগরায় চিতাবাঘের শাবকদের ছেড়ে দেওয়া হয়েছে

author-image
Harmeet
New Update
বাগডোগরায় চিতাবাঘের শাবকদের ছেড়ে দেওয়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার পশ্চিমবঙ্গের বাগডোগরায় বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিত্যক্ত দুটি চিতাবাঘ শাবককে তাদের মায়ের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বাগডোগরা ফরেস্ট রেঞ্জের অন্তর্গত মুনি চা বাগানের ২৪ নম্বর সেকশনে শাবকগুলোকে ফেলে রাখা হয়। কার্শিয়াং বন বিভাগের বাগডোগরা ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার সমীরণ রাজ  বলেন, "চা বাগান চিতাবাঘের প্রথম পছন্দ হয়ে উঠছে। বাগডোগরা জঙ্গল হাতি ও চিতাবাঘের জন্য বিখ্যাত। তবে চিতাবাঘের আরেকটি আবাসস্থল বনাঞ্চলের বাইরে, সংলগ্ন চা বাগানে।"