হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পথ-মিছিল ও সমাবেশ

author-image
Harmeet
New Update
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পথ-মিছিল ও সমাবেশ



হাবিবুর রহমান, ঢাকা: হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পথ-মিছিল ও সমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ বিভিন্ন দাবি জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এসব দাবিতে শুক্রবার ঢাকা অভিমুখে রোডমার্চ কর্মসূচি শুরু করে দলটি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে দুই দিনব্যাপী এই কর্মসূচি শুক্রবার দুপুর ২ টোয় উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোড মার্চ শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং শনিবার দুপুরে ঢাকার শাহবাগ চত্বরে জমায়েত হয়ে পদযাত্রা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। এতে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদীবাসী জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায় ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পথ-মিছিলের দাবিগুলোর মধ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ইত্যাদি উল্লেখযোগ্য। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিমচন্দ্র ভৌমিক এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।