ইনভেস্টরকে চিঠি পাঠাল ইস্টবেঙ্গল

author-image
Harmeet
New Update
ইনভেস্টরকে চিঠি পাঠাল ইস্টবেঙ্গল

​নিজস্ব সংবাদদাতাঃ বুধবার বিকেলে কার্যকরী কমিটির বৈঠকে বসার কথা থাকলেও তা হল না। বৈঠক পিছিয়ে দিলেন ইস্টবেঙ্গল কর্তারা। লগ্নিকারী সংস্থাকে চিঠি পাঠাল ইস্টবেঙ্গল। গত শনিবার শ্রী সিমেন্টের পক্ষ থেকে চুক্তিপত্র পাঠানো হয় ক্লাবকে। সোমবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ইনভেস্টরের তরফ থেকে কোনও সংশোধিত চুক্তিপত্র পাঠানো হয়নি। এই মর্মে লগ্নিকারী সংস্থাকে বুধবার ই-মেল পাঠায় ইস্টবেঙ্গল ক্লাব। চুক্তি জট সমাধানে প্রাক্তন সচিব পার্থসারথি সেনগুপ্তকে দায়িত্ব দিয়েছিল ক্লাব। তাঁর প্রস্তাবে সায় দিয়ে বেশ কয়েকটি শর্তে নমনীয় হয় ইনভেস্টর। এরপর বিনিয়োগকারী সংস্থার তরফ থেকে সংশোধিত চুক্তিপত্র পাঠানো হলেও, ক্লাবের দাবি তাতে কোনও পরিবর্তনই নেই। চুক্তিপত্রের কোন কোন বিষয়ে পরিবর্তন করা হয়েছে তা জানতেই এ দিন ক্লাবের তরফ থেকে ই-মেল পাঠানো হয় ইনভেস্টরকে। শ্রী সিমেন্টের এক প্রতিনিধির দাবি, ‘গত শনিবার সংশোধিত চুক্তিপত্রই পাঠানো হয়েছিল। চুক্তি মধ্যস্থতাকারীর মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে নমনীয় হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা সবই আছে। তবে নতুন করে ক্লাবের কোনও দাবি আর মানা সম্ভব নয়। ক্লাব জানতে চেয়েছে, কোথায় কোথায় পরিবর্তন আনা হয়েছে। আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে তা ক্লাবকে দেখিয়ে দেব।’