দৈনন্দিন জীবনের নানা জটিলতা কাটাবেন কী ভাবে?

author-image
Harmeet
New Update
দৈনন্দিন জীবনের নানা জটিলতা কাটাবেন কী ভাবে?

নিজস্ব সংবাদদাতাঃ  জীবনে বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমরা নানা উপায় খু্ঁজি। জীবনে বিভিন্ন জটিলতা কাটাতে জোতিষশাস্ত্রে বিশেষ কিছু টোটকার কথা বলা রয়েছে।



 ন’টা এক টাকার কয়েন একসঙ্গে পর পর সাজিয়ে নিন, তার পর লাল রঙের সুতো দিয়ে সব কয়েনগুলি বেঁধে ফেলুন। কয়েনগুলি এমন ভাবে বাঁধতে হবে যেন সেগুলি দেখা না যায়। বাঁধার পর কয়েনগুলি ঠাকুরের আসনের সামনে ঝুলিয়ে দিন।

 শনির দশা যদি জন্মছকে থাকে, তা হলে লোহার আংটি শনিবার দিন দুপুর ১২টার আগে ধারণ করুন।



টাকা-পয়সা সঞ্চয় করতে বাড়ির ঈশান কোণে একটি মাটির ঘটে কিছুটা ইঁদুরের মাটি নিয়ে, এক হাত গর্ত করে পুঁতে দিন।

 ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগে ছেলেরা ডান পা এবং মেয়েরা বাঁ পা মাটিতে প্রথম ফেলুন, এতে অসাধারণ ফল পাওয়া যাবে।