নিজস্ব সংবাদদাতাঃ ঝড়ের ২ দিন হয়ে গিয়েছে, তবু ৬০ হাজারেরও বেশি বাড়ি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান বিদুৎবিহীন অবস্থায় রয়েছে। গত বুধবার, প্রশান্ত মহাসাগরে এক নিম্নচাপ তৈরি হয়। যার ফলে ঝড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি, সেই সঙ্গে প্রবল তুষারপাত হয় আমোরিকার ক্যালিফোর্নিয়া শহরে। এর ফলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। যার প্রভাব এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ক্যালিফোর্নিয়া।
ঝড়ে বুধবার ১০,০০০-এর ও বেশি বাড়িতে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তায় জল জমে যায় এবং গাছ পড়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।