চালকবিহীন এআই পরিচালিত গাড়ি তৈরি করলেন এক ইঞ্জিনিয়ার ছাত্র

author-image
Harmeet
New Update
চালকবিহীন এআই পরিচালিত গাড়ি তৈরি করলেন এক ইঞ্জিনিয়ার ছাত্র

​নিজস্ব সংবাদদাতাঃ পুনে এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটির এক ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্র এআই (Artificial Intelligence/AI) পরিচালিত স্বায়ত্তশাসিত একটি গাড়ি তৈরি করেছেন। ওই কলেজের শিক্ষক প্রকাশ জোশি বলেছেন, এই চালকবিহীন গাড়িটি একবারের চার্জে ৪০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এবং এটি বিমানবন্দর ও গলফ ক্লাব গুলিতেও ব্যবহার করা যেতে পারে।