স্কুলে বোমাতঙ্ক, তড়িঘড়ি সরানো হল পড়ুয়াদের

author-image
Harmeet
New Update
স্কুলে বোমাতঙ্ক, তড়িঘড়ি সরানো হল পড়ুয়াদের


নিজস্ব সংবাদদাতাঃ
বোমা হামলার হুমকি দেওয়া হল এক স্কুলে। ঘটনাকে ঘিরে চরম শোরগোল পড়ে গিয়েছে বেঙ্গালুরুতে। পশ্চিম বেঙ্গালুরুর ডিসিপি লক্ষ্মণ বি নিম্বারাগি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'বাসবেশ্বর নগর পিএস-এর অন্তর্গত রাজাজিনগরের এনপিএস স্কুল থেকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করেছি যে পড়ুয়াদের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। মামলা দায়ের করা হবে এবং তদন্ত করা হচ্ছে।'