জেনে নিন এবছরের পুন্যস্নানের সময়

author-image
Harmeet
New Update
জেনে নিন এবছরের পুন্যস্নানের সময়

নিজস্ব সংবাদদাতা : মকর সংক্রান্তিতে পুন্যস্নান করতে পুন্যার্থীরা ভিড় জমান গঙ্গাসাগরে। কেউ বা আবার কুম্ভমেলায় করেন কুম্ভ স্নান। কথায় বলে, 'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার'। পুন্যস্নানকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবছরেও গঙ্গাসাগরে মেলার আয়োজন করেছে সরকার। 


স্নানের পাশাপাশি চলবে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়াও।করোনাকালে ২ বছর উৎসবে ভাটা পড়লেও চলতি বছরে ফের পুরনো ছন্দে ফিরতে চলেছে গঙ্গাসাগর মেলা। কুম্ভস্নান শুরু হচ্ছে ১৪ তারিখ সন্ধে ৬.৫৩ মিনিটে। ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে এবছরের গঙ্গাসাগর মেলা। পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা।