নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর মধ্যে অংশীদারিত্বকে আরও জোরদার করার লক্ষ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং আগামীকাল দিল্লিতে মুখ্য সচিবদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। ২০২২ সালের জুন মাসে ধর্মশালায় মুখ্য সচিবদের প্রথম এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে বিবৃতিতে বলা হয়েছে, এ বছর ৫-৭ জানুয়ারির মধ্যে নয়াদিল্লিতে মুখ্য সচিবদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনদিন ব্যাপী এই সম্মেলনে রাজ্যগুলোর সঙ্গে অংশীদারিত্বে দ্রুত ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করা হবে। এতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, মুখ্য সচিব এবং সমস্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডোমেন বিশেষজ্ঞদের সমন্বয়ে ২০০ জনেরও বেশি আমলা অংশগ্রহণ করবেন।