নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার যুদ্ধ বিরতির আহ্বানকে ভণ্ডামি বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের রাষ্ট্রপতি কার্যালয়ের প্রধানের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক জানিয়েছেন, রাশিয়াকে যেকোনো অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার আগে ইউক্রেনের অধিকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে।
এই বিষয়ে ট্যুইট করে মাইখাইলো পোদোলিয়াক বলেন, "প্রথমত, ইউক্রেন বিদেশী অঞ্চলে আক্রমণ করে না এবং বেসামরিক মানুষকে হত্যা করে না। যেমন আরএফ করে। ইউক্রেন তার ভূখণ্ডে শুধুমাত্র দখলদার সেনাবাহিনীর সদস্যদের ধ্বংস করে। দ্বিতীয়ত, আরএফকে অবশ্যই দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে হবে। তবেই এটি একটি অস্থায়ী যুদ্ধবিরতি হবে। ভন্ডামি নিজের কাছেই রাখুন"।