নিজস্ব সংবাদদাতা: প্রথম সায়েন্স সিটি পেল আগরতলা। তবে, এই জন্য অপেক্ষা করতে হয়েছে ১০ বছর। আগরতলার সায়েন্স সিটির উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা সামনেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন।
আগরতলার সায়েন্স সিটির উদ্বোধনকে নিজেদের শাসনকালে অন্যতম কৃতিত্ব এবং মাইল ফলক হিসাবে দাবি করছে সেখানের শাসকদল। আগরতলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সিদ্ধি আশ্রমে গড়ে তোলা হয়েছে সেখানের প্রথম সায়েন্স সিটি।