নিজস্ব সংবাদদাতাঃ কেপ ভার্দের জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ফুটবল কিংবদন্তি পেলের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী উলিসেস করিরা ই সিলভা। ১৫,০০০ আসনের এস্তাদিও ন্যাসিওনাল ডি কাবো ভার্দেকে ফুটবল কিংবদন্তির সম্মানে 'পেলে স্টেডিয়াম' বলা হবে যিনি সম্প্রতি ক্যান্সারের কারণে মারা গিয়েছেন। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর অনুরোধে পেলের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা আফ্রিকান দেশটি বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে।