২০২৪-এ ৫জি পরিষেবা শুরু করবে বিএসএনএল: টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

author-image
Harmeet
New Update
২০২৪-এ ৫জি পরিষেবা শুরু করবে বিএসএনএল: টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালে ৫জি পরিষেবা শুরু করবে বিএসএনএল, বৃহস্পতিবার এমনটাই জানান কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওড়িশায় জিও এবং এয়ারটেলের ৫জি পরিষেবা চালু করার একটি অনুষ্ঠানের মাঝেই এই পরিষেবার চালুর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী। 





ইতিমধ্যেই বিএসএনএলে ৪জি পরিষেবা চালু করার জন্য একটি টিসিএস এবং সি-ডিওটি নেতৃত্বাধীন কনসোর্টিয়ামকে বাছাই করে চুক্তিও সই করা হয়ে গিয়েছে। উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমেই ১বছর পর ৫জি পরিষেবা চালু হবে।