নিজস্ব সংবাদদাতা : গঙ্গাসাগরে দ্বিতীয় দিনের সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কেন্দ্রকে নিশানা করলেন তিনি। আবাস দুর্নীতির তদন্তে বাংলায় কেন্দ্রের টিম পাঠানো নিয়ে তিনি সুর চড়িয়ে বলেন, '১০০ দিনের টাকা দিয়ে দয়া করবে না কেন্দ্র। আর কত টিম পাঠাবেন বাংলায়? রাজনৈতিক কারণে টিম পাঠাচ্ছে কেন্দ্র।বিজেপি নেতারাও আবাস যোজনায় টাকা নিয়েছেন।বিজেপি নেতারা আবাস যোজনার বাড়ি নিয়েছেন। সেই নাম বাদ দেওয়া হচ্ছে।ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র। আবাস যোজনায় ১৭ লক্ষ নাম বাদ দিয়েছি। ক্ষমতা আজ আছে। কাল নেই।রাজনৈতিক সভা থেকে ফর্ম বিলি করা যায় না।কুম্ভ মেলা সব পাচ্ছে, কেন বঞ্চিত গঙ্গাসাগর মেলা?'
অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় বলেন, 'বন্দে ভারতে পাথর ছোড়ায় বাংলাকে বদনাম করা হয়েছে।বিহারের মানুষ বন্দে ভারত এক্সপ্রেস পছন্দ নাও করতে পারে।'