নিজস্ব সংবাদদাতা: মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে পাঠান ছবির প্রথম গান বেশরম রং। তবে প্রথম গানের রেশ টেনে একের পর এক বিতর্ক সকলের মাঝে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, তা নিয়ে চর্চা যখন তুঙ্গে, সেই সময়ই সেন্সর বোর্ডের কাঁচি উষ্কে দিয়েছিল জল্পনা। এবার উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি) স্থানীয় ডিজিপিকে ‘পাঠান’ ছবির গান ‘বেশারম রং’-এর বিশেষ কিছু দৃশ্য় নিয়ে এবার প্রশ্ন তুলেছে।
ইতিমধ্যে সরিয়ে ফেলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে। এই দাবী তোলেন তাঁরা। কারণ শিশু-কিশোর মনে এই গানের খারাপ প্রভাব পড়তে পারে বলেই দাবি করেন তাঁরা। যা নিয়ে শুরু হয় নয়া চর্চা।