শিলিগুড়িতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রুখতে ড্রেনগুলোতে গাপ্পি মাছ ছাড়া হবে

author-image
New Update
শিলিগুড়িতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রুখতে ড্রেনগুলোতে গাপ্পি মাছ ছাড়া হবে

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: ডেঙ্গু এবং ম্যালেরিয়া রুখতে বিশেষ উদ্যোগ শিলিগুড়ি পৌরনিগমের। শহরে মশা বাহিত রোগের হাত থেকে বাঁচতে বিভিন্ন ড্রেনগুলোতে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মোট ৬ লক্ষ ৫০ হাজার গাপ্পি মাছ মৎস্য দপ্তর থেকে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লক্ষ ২৫ হাজার মাছ বিভিন্ন অফিসগুলোকে দেওয়া হয়। জমা জলে মশার লার্ভা খেয়ে মশার প্রকোপ থেকে রক্ষা করে এই মাছ। যে সমস্ত ড্রেনে জমা জল রয়েছে সেখানে খুব দ্রুত এই মাছ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বাঘাযতীন পার্কে এই মাছগুলো বিতরণ করা হয় পৌরনিগমের পক্ষ থেকে।