এনামুল-সতীশ কুমারের সঙ্গে কেষ্টর অবস্থান কেন আলাদা, ব্যাখ্যা আদালতের

author-image
Harmeet
New Update
এনামুল-সতীশ কুমারের সঙ্গে কেষ্টর অবস্থান কেন আলাদা, ব্যাখ্যা আদালতের

নিজস্ব সংবাদদাতা : গরুপাচার মামলায় কেষ্টর জামিনের আর্জি খারিজ আদালতের।অনুব্রত মণ্ডল এখনও ক্ষমতাশালী রাজনৈতিক পদে রয়েছেন।শুধু সমাজে নয়, প্রশাসনেও তার ব্যাপক প্রভাব রয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের।পেশ করা তথ্যে দেখা যাচ্ছে, কেষ্ট একজন রাজনৈতিক হেভিওয়েট।ক্ষমতার অপব্যবহার করে সাক্ষীদের প্রভাবিত করেছেন।


এনামুল, সতীশ কুমারের সঙ্গে কেষ্টর অবস্থান কেন আলাদা সেই ব্যাখ্যাও দিয়েছে আদালত। অনুব্রত জামিন পেলে শুধু সাক্ষীদের ওপর নয়, বিচারপ্রক্রিয়াতেও অশুভ প্রভাব পড়তে পারে বলে মনে করছে আদালত।গরুপাচারের সঙ্গে অনুব্রতর যুক্ত থকার স্বপক্ষে পর্যাপ্ত প্রমাণ দিয়েছে সিবিআই।দেড় বছরের পুরোনো মামলায় কেন অতি উৎসাহী হয়ে অন্যায্য পদক্ষেপ পুলিশের, তার কারণ খুঁজতে বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই বলেই মনে করছে আদালত।