নিজস্ব সংবাদদাতাঃ কোভিডের পাশাপাশি বর্তমানে অনেকের শরীরে এক বিশেষ ধরনের ভাইরাসের খোঁজ মিলেছে। আর যার নাম হল H3N2। এই ভাইরাস কতটা সংক্রামন? এবার সেই নিয়ে মুখ খুললেন চিকিৎসক অর্জুন সিং। তিনি জানিয়েছেন, 'H3N2 ভাইরাস এক ধরনের ইনফ্লুয়েঞ্জা A ছাড়া আর কিছুই নয়। এই ফ্লু একটি সংক্রামক শ্বাসযন্ত্রের ভাইরাস যা নাক, গলা, উপরের শ্বাসযন্ত্রের ট্র্যাক্ট এবং কিছু ক্ষেত্রে ফুসফুসকেও প্রভাবিত করে। এই ভাইরাসগুলি সাধারণত প্রতি শীতে বা ফ্লু ঋতুতে ইনফ্লুয়েঞ্জার মৌসুমি মহামারী সৃষ্টি করে।'