শহিদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে উল্টো জাতীয় পতাকা তুললেন মেদিনীপুরের জেলাশাসক ও মন্ত্রী!

author-image
New Update
শহিদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে উল্টো জাতীয় পতাকা তুললেন মেদিনীপুরের জেলাশাসক ও মন্ত্রী!

নিজস্ব প্রতিনিধি, কেশপুর: শহিদ ক্ষুদিরাম বসুর ১১৪  তম আত্ম বলিদান দিবস উদযাপন উপলক্ষে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর মহবনি গ্রামে পতাকা উত্তোলনের সময় উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ড: রশ্মি কোমল এবং কেশপুরের বিধায়িকা তথা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিউলি শাহা।

মন্ত্রীকে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যান, মুখ খুলতে চাননি সংবাদমাধ্যমের কাছে। জেলাশাসকও সুকৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

প্রশ্ন উঠছে এভাবে দীর্ঘ দিন ধরে পরিকল্পনা করে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উপলক্ষে কিভাবে উঠতে পারে ঊল্টো পতাকা।