নিজস্ব সংবাদদাতাঃ চীনে কোভিড-১৯ কেসের সূচকীয় বৃদ্ধির মধ্যে, শি জিনপিং-এর নেতৃত্বাধীন সরকার তার জিরো-কোভিড নীতিতে শিথিলতা ঘোষণা করার পরে ওষুধ শিল্পগুলো ওষুধের উচ্চ চাহিদার সাথে মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। চীনে ওষুধের তীব্র ঘাটতির কারণে অনেকেই মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনের আশ্রয় নিতে শুরু করেছেন বলে জানা গিয়েছে। টাইলেনল এবং অ্যাডভিলের স্থানীয় সংস্করণগুলো চীনের ফার্মেসিগুলোতে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্যানিক ক্রয়কে শান্ত করার জন্য, আঞ্চলিক সরকারগুলো বিক্রয় সীমিত করতে এবং জনপ্রিয় জ্বরের ওষুধের সরবরাহ বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছে।