'ভিত্তিহীন আলোচনা এড়িয়ে চলুন': তালেবান

author-image
Harmeet
New Update
'ভিত্তিহীন আলোচনা এড়িয়ে চলুন': তালেবান

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ আফগানিস্তানের অভ্যন্তরে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আস্তানাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার দু'দিন পর মঙ্গলবার তালেবানরা পাকিস্তানকে ভিত্তিহীন আলোচনা ও উসকানিমূলক ধারণা এড়িয়ে চলতে বলেছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, "ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান পাকিস্তান সহ তার সমস্ত প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায় এবং এই লক্ষ্য অর্জনের জন্য সমস্ত উপায়ে বিশ্বাস করে।" তিনি বলেন, 'আমরা এই লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকেও পরিস্থিতি সমাধান, ভিত্তিহীন আলোচনা ও উসকানিমূলক ধারণা এড়িয়ে চলার দায়িত্ব রয়েছে, কারণ এ ধরনের আলোচনা ও অবিশ্বাস কোনো পক্ষের স্বার্থে নয়।"