মেসির জার্সি বিক্রি করছে রোনাল্ডোর প্রতিপক্ষ ক্লাব!

author-image
Harmeet
New Update
মেসির জার্সি বিক্রি করছে রোনাল্ডোর প্রতিপক্ষ ক্লাব!

নিজস্ব সংবাদদাতাঃ মাঠের বাইরে শুরু হয়ে গেল মনস্তাত্ত্বিক লড়াই। নতুন ক্লাব আল নাসেরে সবে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরই মধ্যে জানা যাচ্ছে আল নাসেরের প্রতিপক্ষ ক্লাব আল হিলাল মেসির নাম লেখা জার্সি রেখেছে নিজেদের দোকানে। রোনাল্ডো নাসেরে যোগ দেওয়ার পরেই আল হিলাল ক্লাবের অফিসিয়াল দোকানে মেসির জার্সি রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। আল নাসের এবং আল হিলালের মধ্যেকার ম্যাচ রিয়াধ ডার্বি নামে পরিচিত।