নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর: এবার পুকুর পাড় নিয়ে বড় সিদ্ধান্ত নিল মেদিনীপুর পৌরসভা। তাড়াতাড়ি পুকুর পাড়ে কন্সট্রাকশন বন্ধ সহ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার অর্ডার দিলেন মেদিনীপুর পৌরসভা চেয়ারম্যান সৌমেন খান। ঘটনা ক্রমে জানা যায়, মেদিনীপুর পৌরসভার ১ ও ৪ নাম্বার ওয়ার্ডের মধ্যস্থলে অবস্থিত বেনেপুকুর এলাকায় এই বেনে পুকুর রয়েছে। এলাকাটি মূলত বেনে পুকুর থেকেই পরিচিত। এই বেনে পুকুরের আয়তন পাড় ও পুকুর মিলিয়ে প্রায় ১০ বিঘা। এলাকার মানুষেরা পুকুরের জল ব্যবহার করেন। শুধু তারা প্রয়োজনীয় কাজে নয়, কখনো কখনো খাবার জল হিসেবে এর ব্যবহার করেন।
কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে বেশ কিছু প্রোমোটার এবং অসাধু ব্যবসায়ী এই পুকুরপাড় ছোট করে ফেলছে। তারা পুকুর ঘিরে ফেলছে এবং প্লটের ব্যবসা পত্র সহ বহুতল নির্মাণের চেষ্টা করছে। এরপর এলাকার মানুষজন সরাসরি ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানিয়ে কোনও ব্যবস্থা না পাওয়ায় সরাসরি অভিযোগ করেন মুখ্যমন্ত্রীকে, তারা চিঠি পাঠান নবান্নে। সেই কপি তারা ফরওয়ার্ড করে দেন মেদিনীপুর পৌরসভাকে ও জেলাশাসক, ফিসারি ডিপার্টমেন্টকে। যদিও এই ঘটনায় নড়ে চড়ে বসে মেদিনীপুর পৌরসভা। তারা তৎক্ষণাৎ অর্ডার দেয় এই পুকুর কনস্ট্রাকশন বন্ধ করার জন্য। আর তাতেই শহর জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কারণ যদিও এই চিঠি এলাকাবাসীর নাম না করেই পাঠানো হয়েছিল নবান্নে। এই চিঠি ঘিরে রয়েছে একাধিক প্রশ্ন। তবে পুকুর মালিক এই বিষয়েই সম্পূর্ণ অন্য কথা বলছেন এবং তিনি পৌরসভার বিরুদ্ধেও তোপ দেগেছেন। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, 'গত কয়েকদিন আগে নবান্ন থেকে এই অভিযোগ ফরওয়ার্ড হয় আমাদের কাছে। আর সেই অভিযোগ পেয়ে আমরা এলাকা খতিয়ে দেখি। দেখার পরেই আমরা কাজ বন্ধের নোটিশ জারি করি। এরই সঙ্গে এই কপি আমরা ফরওয়ার্ড করে দিয়েছি পুলিশ প্রশাসন, জেলার জেলা শাসক,মহকুমা শাসক এবং ফিসারি ডিপার্টমেন্টকে। যাতে কোনোভাবেই এই ধরনের জলাশয় ভরাট করে কোনওভাবেই ব্যবসা পত্র অথবা প্রোমোটারিরাজ না গড়ে ওঠে শহরে।' যদিও এ বিষয়ে পুকুরের মালিক অন্য কথা বলছেন। পুকুর মালিক অনির্বাণ ব্যানার্জি বলেন, 'আমরা পুকুর ভরাট আদৌ করিনি। এই পুকুর বহু দিনের, এই পুকুরে এলাকার মানুষ স্নান থেকে খাওয়া-দাওয়ার জন্য ব্যবহার করে। এই পুকুরের জায়গার উপর দিয়ে পৌরসভা অবৈধভাবে রাস্তা করেছে এবং জলের ট্যাপ বসিয়েছে। তাছাড়া এই পুকুর পারে মদ - জুয়া ঠেকের আড্ডা বসে। তাই পুকুর পাড় পরিষ্কার সঙ্গে নব্যতা বাড়ানোর জন্য পাড় বাঁধাই করে দিচ্ছি এখানকার মানুষের গরম কালে জলের কোনওরকম কষ্ট না হয়। কিন্তু মেদিনীপুর পৌরসভার কোনও কারণ ছাড়াই এ কাজ বন্ধ করে দিয়েছে যার ফলে আমাকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।'