পর্যটনের মরশুমে সিগন্যালিংয়ের কাজের জন্য উত্তরবঙ্গে বাতিল বহু ট্রেন

author-image
Harmeet
New Update
পর্যটনের মরশুমে সিগন্যালিংয়ের কাজের জন্য উত্তরবঙ্গে বাতিল বহু ট্রেন

নিজস্ব সংবাদদাতা: স্বয়ংক্রিয় সিগন্যালিং এবং স্টেশন চত্বরের সৌন্দর্যায়নের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। যার ফলে স্বাভাবিকভাবে পর্যটকরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।দেখে নিন কোন কোন ট্রেন বাতিল।


১৫৭০৯/১৫৭১০ মালদা টাউন–নিউ জলপাইগুড়ি আপ-ডাউন এক্সপ্রেস, ১২৩৬৩ কলকাতা–হলদিবাড়ি এক্সপ্রেস আপ-ডাউন।

১২০৪২/১২০৪১ আপ-ডাউন নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস। ১৫৭২২ নিউ জলপাইগুড়ি– দীঘা এক্সপ্রেস এবং আপ দিঘা–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল থাকবে।

এর পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ২২৬১১ চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ২২৬১২ নিউ জলপাইগুড়ি–চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস। এই ট্রেন নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে না।