নিজস্ব সংবাদদাতা: অস্ট্রিয়ার ভিয়েনায় রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখান থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন জয়শঙ্কর।
তিনি বলেন, "পাকিস্তান হল সেই দেশ যেটি মুম্বাই শহরে হামলা করেছিল। বিদেশী পর্যটকদের আক্রমণ করেছিল। যারা প্রতিদিন সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীদের ভারতে পাঠায়"। তিনি পাকিস্তানের বিরুদ্ধে আরও বলেন, "আমি পাকিস্তানের বিরুদ্ধে অনেক কঠোর শব্দ ব্যবহার করতে পারি। আমাদের সাথে যা ঘটছে তা বিবেচনা করে বলা যায়, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলটি (পাকিস্তান) এমন একটি দেশ যা কয়েক বছর আগে আমাদের সংসদে আক্রমণ করেছে। সন্ত্রাসী শিবিরগুলো প্রকাশ্য দিবালোকে নিয়োগ ও অর্থায়নের মাধ্যমে কাজ করে। আপনি কি সত্যিই আমাকে বলতে পারেন যে পাকিস্তান এটা জানে না? বিশেষ করে, সেখানে সন্ত্রাসীদের সামরিক-স্তরের, যুদ্ধ কৌশলের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে"।